1. admin@jationews24.com : admin :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

মস্কোকে লক্ষ্য করা ইউক্রেনের ড্রোন ধ্বংসের দাবি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২২৮ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
রুশ প্যান্টসির-এস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি : রিয়া নভোস্তি

জাতীয় নিউজ ২৪, অনলাইন ডেস্ক 

ইউক্রেনীয় বাহিনী একটি ড্রোন দিয়ে মস্কোতে আক্রমণ করার চেষ্টা করেছিল বলে রাশিয়া মঙ্গলবার অভিযোগ করেছে। তবে মস্কো বলেছে, প্রতিরক্ষা ব্যবস্থা মানববিহীন আকাশযানটিকে ধ্বংস করার পর রাজধানীর বাইরে এর ধ্বংসাবশেষ পড়েছে। এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রাশিয়ার রাজধানীতে ড্রোন হামলার ঘোষণা দেন।

তবে তিনি প্রাথমিকভাবে কিয়েভ এর জন্য দায়ী কি না বা ড্রোনটি কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে তা বলেননি। পরে প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভকে দোষারোপ করে বলে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে ভূপাতিত করেছে, যেটি মস্কোর ‘স্থাপনাগুলো’ লক্ষ্য করেছিল।

মন্ত্রণালয় বলেছে, ‘মস্কো অঞ্চলের ওডিনসোভো জেলার ভূখণ্ডে কর্তব্যরত বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের মনুষ্যবিহীন আকাশযানটি ধ্বংস করেছে।’

সোবিয়ানিন বলেছেন, প্রাথমিক তথ্য অনুসারে তিনি যে ধ্বংসাবশেষ পেয়েছিলেন তার ফলে কোনো বস্তুগত ক্ষতি বা কেউ আহত হয়নি।

তিনি রাজধানীর বাসিন্দাদের উদ্দেশ্যে এক বিবৃতিতে বলেছেন, ‘জরুরি পরিষেবা বিশেষজ্ঞরা ঘটনাস্থলে কাজ করছেন।’

এ ছাড়া মস্কোর ভনুকোভো বিমানবন্দর বলেছে, ‘বিমানবন্দরের নিয়ন্ত্রণের বাইরে থাকা কারণে’ তারা ফ্লাইট আগমনে সাময়িকভাবে বিরতি দিচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের সীমান্তে ব্রায়ানস্কের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার কথা বলার কয়েক ঘণ্টা পর মস্কোতে এই হামলা হলো। মস্কো ও কিয়েভের মধ্যে প্রায় দুই বছরের লড়াইয়ে উভয় পক্ষকে একে অপরের শহরে ড্রোন হামলা করতে দেখা গেছে।

ইউক্রেন প্রায় প্রতিদিন ইরানের তৈরি ড্রোন ধ্বংস করার দাবি করে। মস্কো এই বছরের শুরুতে রুশ রাজধানীতে বিমান হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছিল। তখন ক্রেমলিনে ড্রোন হামলা হয়েছিল এবং বারবার শহরের অর্থনৈতিক জেলাকে লক্ষ্য করা হয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST