অনলাইন ডেস্ক
এ নির্বাচনে জনগণের বিজয় হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশে অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আজ সোমবার গণভবনে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক অগ্রগতি ও মানুষের উন্নতি একমাত্র লক্ষ্য।
আমেরিকাসহ প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন গণভবনে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক, যাঁরা নির্বাচনে তথ্য সংগ্রহ করেছেন―পৌষের বিকেলে গণভবনের খোলা মাঠে তাঁদের সঙ্গে প্রধানমন্ত্রী সৌজন্য বিনিময় করেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতা, বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন।
নির্বাচন উপলক্ষে আসা বিদেশিদের ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, এ নির্বাচন গণতন্ত্রের জন্য যুগান্তকারী ঘটনা।
২০২৬ সালে এলডিসি উত্তরণসহ আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় তাঁর সরকারের নেওয়া নানা পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে কেমন সম্পর্ক থাকবে তার নির্ভর করবে যুক্তরাষ্ট্রের ওপর। বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভাপতি বলেন, কোনো বিশেষ দল নির্বাচনে অংশ না নিলে দেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে―এমনটা বলার সুযোগ নেই।
২০২৬ সালে এলডিসি উত্তরণসহ আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় তাঁর সরকারের নেওয়া নানা পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে কেমন সম্পর্ক থাকবে তার নির্ভর করবে যুক্তরাষ্ট্রের ওপর। বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভাপতি বলেন, কোনো বিশেষ দল নির্বাচনে অংশ না নিলে দেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে―এমনটা বলার সুযোগ নেই।