1. admin@jationews24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ২৪৯, মৃতের সংখ্যা বেড়ে ২৩০৮৪

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২৫৮ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
৮ জানুয়ারি দক্ষিণ গাজা উপত্যকায় রাফাহতে ইসরায়েলি বোমা হামলায় নিহত আত্মীয়র জন্য শোক করছেন স্বজনরা। ছবি : এএফপি

অনলাইন ডেস্ক

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৩ হাজার ৮৪ জনে। আহত হয়েছে ৫৮ হাজার ৯২৬ জন। অবরুদ্ধ ছিটমহলে স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২৪৯ জন নিহত এবং ৫১০ জন আহত হয়েছে।

৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় নিরলস বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ছিটমহলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

অব্যাহত অবরোধের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে প্রায় ২০ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে।

অসংখ্য আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ বলেছেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড যুদ্ধাপরাধ বা গণহত্যার সমান। তুরস্ক ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো আন্তর্জাতিক আদালতে আইনি মামলা আনতে কাজ করছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST