আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসার তিন বছর পর রাশিয়া তালেবানকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেবে। সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তি এ তথ্য জানিয়েছে।
রিয়া নভোস্তি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে উদ্ধৃত করে বলেছে, কাজাখস্তান সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার। মস্কোও সেই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
এএফপির তথ্য অনুসারে, কাজাখস্তান ২০২৩ সালের শেষের দিকে তালেবানকে নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে সরিয়ে দিয়েছে। মস্কো বছরের পর বছর ধরে তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে, একাধিক দফা আলোচনা করেছে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়িয়েছে।
এই পদক্ষেপটি রাশিয়া ও আফগানিস্তানের মধ্যে কূটনীতিকে আরো জোরদার করতে পারে। তবে তালেবান সরকার ও ‘আফগানিস্তানের ইসলামিক এমিরেট’-এর সরকারি স্বীকৃতির জন হয়তো যথেষ্ট হবে না।
তালেবান ২০২১ সালে মার্কিন সমর্থিত সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে। তারা ইসলামী আইনের চরম রূপ প্রয়োগ করেছে, যা কার্যকরভাবে নারীদের জনজীবন থেকে নিষিদ্ধ করে।
এদিকে রাশিয়া তার ফ্ল্যাগশিপ সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে তালেবান প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানিয়েছে বলেও রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
আফগানিস্তানে মার্কিন বাহিনীর প্রধান ২০১৮ সালে দাবি করেছিলেন, মস্কো এই গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ করছে।