1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

কাবুলে দুই নারী বিচারককে গুলি করে হত্যা

  • প্রকাশিত: সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৬২৬ পড়া হয়েছে

অনলাইন ডেস্ক 

রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে গুলি করে দুই বিচারককে হত্যা করেছে বন্দুকধারীরা৷ এই হামলায় জড়িত থাকার কথা এখনও স্বীকার করেনি কেউ৷

পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা বিচারকদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে৷ দেশটির অ্যাটর্নি জেনারেল অফিসের মুখপাত্র জামশিদ রাসুলি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নিহত দুই জনই দেশটির সুপ্রিম কোর্টের বিচারক৷

ঘটনার সময় বিচারকরা তাদের কর্মস্থলের পথে ছিলেন বলে জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র আহমেদ ফাহিদ৷ ‘‘দুর্ভাগ্যবশত আজকের হামলায় আমরা দুই নারী বিচারক হারালাম৷ তাদের গাড়ির চালক আহত হয়েছেন,’’ বলেন তিনি৷ আফগানিস্তানের উচ্চ আদালতে দুইশর বেশি নারী বিচারক নিয়োজিত রয়েছেন বলেও জানান ফাহিদ৷

স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ এর প্রতিবেদন অনুযায়ী, দুই ব্যক্তিকে মোটরসাইকেলে করে গাড়িটি লক্ষ্য করে গুলি ছুঁড়তে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা৷

এখন পর্যন্ত কোন গোষ্ঠী এই হত্যার দায় স্বীকার করেনি৷ তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা এপির কাছে দাবি করেছেন তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন৷

আফগানিস্তানে নিজেদের সামরিক সদস্যের সংখ্যা আড়াই হাজারে নামিয়ে আনার যুক্তরাষ্ট্রের ঘোষণার দুইদিনের মাথায় এই হামলা ঘটনা ঘটলো৷ তালিবানের সঙ্গে চুক্তি প্রক্রিয়ার অংশ হিসেবে সেখান থেকে সৈন্য প্রত্যাহারের এই সিদ্ধান্তের কথা জানায় দেশটি৷

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে রক্তক্ষয়ী হামলার সংখ্যা অনেক বেড়েছে৷ এজন্য তালিবানকে দায়ী করে আসছে প্রশাসন৷ দেশটির গোয়েন্দা প্রধান এর সম্প্রতি দেয়া এক তথ্য অনুযায়ী, ২০২০ সালে জঙ্গী গোষ্ঠিটি ১৮ হাজারের বেশি হামলার সঙ্গে জড়িত ছিল৷

এফএস/এডিকে (এএফপি, ডিপিএ, এপি)

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST