অনলাইন ডেস্ক
বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। আর ক্যারিবিয়দের ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে টাইগাররা।
আজকের এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে মাত্র ১৪৮ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন রোভম্যান পাওয়েল।
বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং করেন সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। মিরাজ মাত্র ২৫ রানে ৪টি উইকেট শিকার করেন। ৩০ রানে ২টি উইকেট শিকার করেন সাকিব। আর মুস্তাফিজ ছিলেন বিধ্বংসী মেজাজে। ৮ ওভারে মাত্র ১৫ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন।
advertisement
জবাব দিতে নেমে তামিম ইকবালের অর্ধশতক এবং সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে মাত্র ৩ উই্কেট হারিয়েই জয় নিশ্চিত করে বাংলাদেশ। তামিম ইকবাল ৫০ রান করেন। সাকিব আল হাসান ৪৩ রানে অপরাজিত থাকেন।
এছাড়া লিটন দাস ২২, শান্ত ১৭ রানে আউট হন। মুশফিক ৯ রানে অপরাজিত থাকেন।