1. admin@jationews24.com : admin :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

নতুন ইনিংস শত্রুঘ্ন-কন্যার, সঞ্জয় লীলা ভন্সালীর পিরিয়ড ড্রামায় সোনাক্ষী

  • প্রকাশিত: শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৬৮৪ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
সঞ্জয় লীলা ভন্সালী এবং সোনাক্ষী সিনহা।

অনলাইন ডেস্ক

শেষ তাঁকে বড় পর্দায় দেখা গিয়েছিল ‘দবং ৩’ ছবিতে রাজ্জো পাণ্ডের চরিত্রে। তার পর দীর্ঘ দিন লাইট-ক্যামেরা-অ্যাকশনের থেকে দূরে সোনাক্ষী সিনহা। কামব্যাক করতে চলেছেন তিনি। সঞ্জয় লীলা ভন্সালীর ‘হীরা মণ্ডি’ ওয়েব সিরিজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায়।

জাতীয় নিউজ ২৪

Advertisement

সঞ্জয়ের বেশির ভাগ ছবির মতো তাঁর প্রথম সিরিজটিও একটি পিরিয়ড ড্রামা।  ১৮০০ সাল থেকে ১৯৫০ সালের পটভূমিকায় আবর্তিত হবে গল্প। প্রথমে ছবি করার কথা ভাবলেও, পরবর্তী সময় ৮টি পর্বের একটি সিরিজ তৈরি করা হবে বলে মনস্থির করেন পরিচালক। নেটফ্লিক্সে দেখানো হবে এই সিরিজ।

জাতীয় নিউজ ২৪

Advertisement

সূত্রের খবর, সোনাক্ষী একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করতে চলেছেন। প্রাথমিক কথাবার্তা হয়ে গেলেও এখনও খাতায় কলমে সই করেননি অভিনেত্রী। সোনাক্ষীর সঙ্গে এই ছবিতে অভিনয় করবেন হুমা কুরেশি, নিমরত কউর, সায়নী গুপ্ত, মনীষা কৈরালার মতো শিল্পীরা।

জাতীয় নিউজ ২৪

advertisement

সিরিজটির প্রথম দুটি এবং শেষ পর্বটি পরিচালনা করবেন স্বয়ং সঞ্জয়। বাকি পর্বগুলির দায়িত্ব পরিচালক বিভু পুরীর। আগামী এপ্রিল থেকে পুরোদস্তুর শ্যুটিং শুরু হবে বলে জানা যাচ্ছে। বর্তমানে বাকি চরিত্রগুলির কাস্টিং চলছে।

জাতীয় নিউজ ২৪

advertisement

‘দবং ৩’ বাদে সোনাক্ষীর শেষ কয়েকটি ছবির ভাঁড়ার ভরেনি বক্স অফিসে। পরবর্তী বড় পর্দায় তাঁকে দেখা যাবে ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ ছবিতে। তার সঙ্গেই ওটিটিতে তাঁর ডেবিউও কি কেরিয়ারের নতুন দিক খুলে দেবে?

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST