1. admin@jationews24.com : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

করোনায় আক্রান্ত সার্জিও আগুয়েরো

  • প্রকাশিত: রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৬৬৬ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
সার্জিও আগুয়েরো করোনায় আক্রান্ত।

অনলাইন ডেস্ক

ম্যানচেস্টার সিটির রেকর্ড গোলদাতা সার্জিও আগুয়েরো করোনায় আক্রান্ত হয়ে সেলফ আইসোলেশনে চলে গেছেন। ৩২ বছর বয়সী এই আর্জেন্টাইন স্ট্রাইকার কিছুদিন আগেই করোনায় আক্রান্ত এক ব্যক্তির ঘনিষ্ট সংষ্পর্শে গিয়েছিলেন। তখন থেকেই কার্যত তিনি সেলফ আইসোলেশনে ছিলেন। করোনার কারনে তাকে অন্তত ১০ তিন মাঠের বাইরে থাকতে হবে।

জাতীয় নিউজ ২৪

Advertisement

করোনার নতুন প্রবাহে ইংল্যান্ড জুড়ে চলছে তৃতীয় ধাপের লকডাউন। এবারের এই করোনার থাবা আরো ভয়াবহ রুপে দেখা দিয়েছে। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার কারণে ডিসেম্বরের শেষে এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ বাতিল করতে বাধ্য হয় সিটিজেনরা। গুরুতর ইনজুরি সমস্যার কারনে এবারের মৌসুমে মাত্র তিনটি ম্যাচে মূল একাদশে খেলার সুযোগ পেয়েছেন আগুয়েরো।

জাতীয় নিউজ ২৪

টুইটার বার্তায় করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করে আগুয়েরো জানিয়েছেন, ‘আমি এখন সেলফ আইসোলেশনে আছি। আমার মধ্যে মৃদু উপসর্গ রয়েছে। চিকিৎসকের পরামর্শ মেনে চলার চেষ্টা করছি। সবাইকে সাবধনে থাকার আহবান জানাচ্ছি।’ আগুয়েরোকে ছাড়া গত বুধবার অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগে ২-০ গোলের জয় তুলে নিয়েছে সিটি। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এটি তাদের টানা নবম জয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST