অনলাইন ডেস্ক
ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা সম্প্রতি বাবা মা হয়েছেন। গেল ১১ জানুয়ারী এই দম্পতির কন্যা সন্তানের জন্ম হয়েছে। তবে এখনও পর্যন্ত বিরুষ্কার সন্তানের কোনও ছবি সামনে আসেনি কিন্তু সদ্য হওয়া মা-বাবা আনুশকা বিরাট এই প্রথমবার ধরা পরেছেন ক্যামেরায়।
আনুশকার গায়ে ছিলো ডেনিম শার্ট ও ডেনিম জিন্স। এছাড়া মুখে ছিলো সাদা রঙের মাস্ক। তবে মাস্ক ভেদ করেও আনুশকার উজ্জ্বল হাসি দেখা যাচ্ছিল। তখন তারা ক্লিনিকে যাচ্ছিলেন। এদিকে সন্তান প্রসবের পর আনুশকা কেমন দেখতে হয়েছে তা দেখার জন্য ভক্তদের মধ্যে আগ্রহ চরমে ছিল , তাই মুহূর্তেই এই ভিডিও ভাইরাল হয়েছে। মাত্র একদিনের মধ্যেই ভিডিও ১০ লাখ ভিউ হয়েছে৷
advertisement
তবে আনুশকা বিরাট দম্পতি অনুরোধ জানিয়েছে, তাদের সন্তানের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার না করতে। বিরাট ও আনুশকা জানিয়েছেন, ‘আমাদের এত বছর ধরে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ৷ আপনাদের সঙ্গে এই বিশেষ মুহূর্ত উদযাপন করছি৷ মা বাবা হিসেবে আপনাদের কাছে আমাদের সহজ অনুরোধ আমরা আমাদের সন্তানের ব্যক্তিগত বিষয়টি রক্ষা করতে চাই তার জন্য আপনাদের সাহায্য ও সহযোগিতা প্রয়োজন৷ ’