অনলাইন ডেস্ক
বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আর এই জয়ের ফলে পূর্ণ ৩০ পয়েন্ট পেল টাইগাররা।
সিরিজের প্রথম দুটি ম্যাচে প্রথমে ব্যাটিং করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু উভয় ম্যাচেই দলটি অল আউট হয়েছিল ১৫০ রানের আগেই। বাংলাদেশ দুটি ম্যাচেই জিতেছিল বড় ব্যবধানে।
তবে তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ এবং এই ম্যাচেই বিশাল রান সংগ্রহ করেছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করতে নেমে সিনিয়র চার তারকার ব্যাটিংয়ের উপর ভর করে ২৯৭ রান করেছিল টাইগাররা।
advertisement
বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল, মুশফিকুর রহীম এবং মাহমুদউল্লাহ রিয়াদ- তিনজনেই করেছে ৬৪ রান। সাকিব আল হাসান করেন ৫১ রান।
advertisement
জবাব দিতে নেমে বাংলাদেশের বোলারদের তান্ডবে মাত্র ১৭৭ রানেই অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন রোভম্যান পাওয়েল।
বাংলাদেশের পক্ষে রুবেল হোসেনের পরিবর্তে দলে আসা সাইফউদ্দিন ৩টি উইকেট লাভ করেন। মুস্তাফিজ ও মিরাজ ২টি করে উইকেট শিকার করেন। একটি উইকেট লাভ করেন সৌম্য ও তাসকিন।