1. admin@jationews24.com : admin :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

১৫ দিনের মধ্যে ভাড়াটিয়াদের তথ্য হালনাগাদ করার তাগিদ

  • প্রকাশিত: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৮১ পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

রাজধানীর সকল বাসার ভাড়াটিয়াদের আগামী ১৫ দিনের মধ্যে তথ্য হালনাগাদ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার। রবিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জাতীয় নিউজ ২৪

advertisement

হাফিজ আক্তার বলেন, আমরা আবারও নতুন করে রাজধানীর ভাড়াটিয়াদের তথ্য হালনাগাদ করতে যাচ্ছি। অপরাধ দমনে পুলিশের বিভিন্ন কৌশলের অংশ হিসেবে আবারও ভাড়াটিয়া হালনাগাদ শুরু হচ্ছে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিএমপির ৫০টি থানায় নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় নিউজ ২৪

advertisement

তিনি আরো বলেন, সম্প্রতি অপহরণের কয়েকটি ঘটনা আমরা তদন্ত করে দেখেছি, অপহরণকারীরা ভুল তথ্য দিয়ে বাসা ভাড়া নিয়ে তাদের কাজ শেষে পালিয়ে যায়। পরে ওই নির্দিষ্ট বাসায় গিয়ে তাদের খোঁজ পাওয়া যায় না। তাই বাসার মালিকদের বলে আগামী ১৫ দিনের মধ্যে রাজধানীর সব ভাড়াটিয়াদের তথ্য হালনাগাদ করতে ডিএমপির সকল ও বিট পুলিশিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় নিউজ ২৪

অপরাধ দমনের অংশ হিসেবে ২০১৬ সাল থেকে রাজধানীর বসবাসকারী নাগরিকের তথ্য সংগ্রহ সংরক্ষণে সিআইএমএস (সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম) যাত্রা শুরু হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST