1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার স্টিভ স্মিথ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৯২ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
ছবি : ক্রিকেট অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক 

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্টিভ স্মিথ। এ নিয়ে তিনবার অ্যালান বর্ডার পুরস্কার জিতলেন তিনি। ২০২০ সালের ৯ জানুয়ারি থেকে ২০২১ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় এই পুরস্কার দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে স্মিথ ক্রিকেটের তিন ভার্সনে ১০৯৮ রান করেছেন।

জাতীয় নিউজ ২৪

এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৬৩-এর বেশি গড়ে ৫৬৮ রান সংগ্রহ করে বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার লাভ করেন। আর বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন বিশ্বসেরা বোলার প্যাট কামিন্স। তবে সব ফরম্যাটে ১২৬ ভোট পেয়ে অ্যালান বর্ডার ট্রফিটি স্মিথের হাতেই উঠেছে। এই বছর অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন অ্যাস্টন আগার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST