1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

রোনালদোকে হারিয়ে দশকসেরা মেসি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮১১ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
রোনালদো ও মেসি

অনলাইন ডেস্ক

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) আয়োজিত দশকসেরার ভোটাভুটিতে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে হারিয়ে দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।আইএফএফএইচএস-এর ১৫০টি দেশের সদস্যদের ভোটাভুটিতে গত দশকের (২০১১-২০) বিশ্বের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বার্সেলোনা তারকা।

জাতীয় নিউজ ২৪

গত দশকে মেসি বার্সেলোনার হয়ে জিতেছেন দুটি চ্যাম্পিয়ন্স লিগ, রেকর্ড ছয়টি লা লিগা ও পাঁচটি কোপা দেল রেসহ আরও অনেক শিরোপা।

জাতীয় নিউজ ২৪

Advertisement

আর্জেন্টাইন তারকার ব্যক্তিগত অর্জনও কম নয়। ক্যারিয়ারের রেকর্ড ছয়বার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন তিনি, এই দশকেই চারবার। রেকর্ড সাতটি পিচিচি ট্রফির ছয়টিই জিতেছেন দশকে। ছোট-বড় আরও বেশ কয়েকটি ব্যক্তিগত পুরস্কার এই সময়ে উঠেছে তার হাতে।

জাতীয় নিউজ ২৪

Advertisement

এই দশকে আর্জেন্টিনার হয়ে কোনো ট্রফি না জিতলেও ২০১৪ বিশ্বকাপে দেশকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি, জিতেন বিশ্বকাপের গোল্ডেন বল। পরের দুই বছরে কোপা আমেরিকার দুটি আসরেও ফাইনালে তুলেছিলেন আর্জেন্টিনাকে।

জাতীয় নিউজ ২৪

advertisement

অন্যদিকে, ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। এর আগে মাদ্রিদের ক্লাবটিতে দুর্দান্ত সময় কাটান তিনি। গত দশকে দলটির চারটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় ভূমিকা ছিল তার।

জাতীয় নিউজ ২৪

advertisement

রিয়াল ও জুভেন্টাসের হয়ে দুটি করে লিগসহ অনেক শিরোপা জিতেছেন সিআরসেভেন। জাতীয় দলের হয়ে আছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও উয়েফা নেশন্স লিগ জয়ের অভিজ্ঞতা।

জাতীয় নিউজ ২৪

মেসির মতো ব্যক্তিগত অর্জনও আকাশছোঁয়া রোনালদোর। ক্যারিয়ারে পাঁচবার বর্ষসেরা এই ফুটবলার এই দশকে জিতেছেন চারবার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST