অনলাইন ডেস্ক
বড় পর্দায় দেখা যায়নি তাঁকে । নেই ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর সঙ্গে সম্পর্ক। কিন্তু যে কোনও নায়িকাকে টক্কর দিতে পারেন তিনি। মীরা কপূর। শাহিদ কপূরের স্ত্রী।
মঙ্গলবার সক্কাল সক্কাল সমাজ মাধ্যমে পারদ চড়ালেন তারকা-পত্নী। ইনস্টাগ্রামে গোয়া ট্রিপের বিকিনি পরা ছবি দিয়ে তাক লাগালেন মীরা। দেখা যাচ্ছে পুলের সামনে খয়েরি রঙের টু পিসে খোলা চুলে দাঁড়িয়ে মীরা। শরীর ঢাকা হালকা শ্রাগে। লিখলেন, ‘বিকিনি বডি অনেকটা অ্যাভোক্যাডো র মত হয়। সারা জীবন তুমি এমন দেহ পাওয়ার জন্য অপেক্ষা করবে, কিন্তু একদিনেই আবার সেটা নষ্ট হয়ে যেতে পারে।’ এর সঙ্গেই #ড্রিমিং জুড়ে দিয়েছেন মীরা।
ছবি পোস্ট হওয়ার ১ ঘণ্টার মধ্যেই ৮০০০০ হাজারের উপর লাইক পড়েছে এই ছবিতে। এমনকি দেওর ঈশান খট্টরও মুগ্ধ বৌদির এই ‘হটকে’ অবতারে।
View this post on Instagram
দিন কয়েক আগেই শাহিদের সঙ্গে গোয়ায় ছুটি কাটিয়ে এলেন তিনি। একান্তে সময় কাটানোর মুহূর্তগুলি শাহিদ গোপনে রাখলেও, মীরা কিন্তু ‘শো-অফ’ করতে পিছুপা হননি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।