1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

IPL 2021 Auction: সাকিবের মূল্য ৩কোটি ২০লক্ষ, মুস্তাফিজের ১কোটি

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৫১ পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

কোন দল প্রথম দিন নিলাম থেকে জালে তুলল কাদের, রইল তালিকা।

এবারের আইপিএল-এ বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।

বিশ্বসেরা এই অলরাউন্ডার কে দলে নিতে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স-কে খরচ করতে হয়েছে ভারতীয় মুদ্রায় ৩ কোটি ২০ লক্ষ।

জাতীয় নিউজ ২৪

বাংলাদেশের পেস বোলার কাটার মাস্টার ফিজ-কে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। বাংলাদেশের এই কাটার মাস্টারমু স্তাফিজুর রহমানকে দলে নিতে রাজস্থান রয়্যালস-কে খরচ করতে হয়েছে ভারতীয় মুদ্রায় ১কোটি রুপি।

এক ঝলকে দেখে নেওয়া যাক ২০২১ আইপিএল নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি দলে নিল কোন ক্রিকেটারকে।

কলকাতা নাইট রাইডার্স: সাকিব আল হাসান (৩ কোটি ২০ লক্ষ), শেল্ডন জ্যাকসন (২০ লক্ষ), হরভজন সিং (২ কোটি), বেন কাটিং (৭৫ লক্ষ), করুণ নায়ার (৫০ লক্ষ), পবন নেগি (৫০ লক্ষ), বেঙ্কটেশ আইয়ার (২০ লক্ষ), বৈভব আরোরা (২০ লক্ষ)।

মুম্বই ইন্ডিয়ান্স: অ্যাডাম মিলিন (৩ কোটি ২০ লক্ষ), ন্যাথন কুল্টার-নাইল ( ৫ কোটি), পীযূষ চাওলা (২ কোটি ৪০ লক্ষ), জিনি নিশাম (৫০ লক্ষ), যুধবীর চরক (২০ লক্ষ), মারকো জানসেন (২০ লক্ষ), অর্জুন তেন্ডুলকর (২০ লক্ষ)।

চেন্নাই সুপার কিংস: মঈন আলি (৭ কোটি), কৃষ্ণাপ্পা গৌতম (৯ কোটি ২৫ লক্ষ), চেতেশ্বর পূজারা (৫০ লক্ষ), ভগত বর্মা (২০ লক্ষ), হরি নিশান্ত (২০ লক্ষ), হরিশঙ্কর রেড্ডি (২০ লক্ষ)।

দিল্লি ক্যাপিটালস: স্টিভ স্মিথ (২ কোটি ২০ লক্ষ), উমেশ যাদব (১ কোটি), রিপল প্যাটেল (২০ লক্ষ), বিষ্ণু বিনোদ (২০ লক্ষ), লুকমান মেরিওয়ালা (২০ লক্ষ), এম সিদ্ধার্থ (২০ লক্ষ), টম কারান (৫ কোটি ২৫ লক্ষ), স্যাম বিলিংস (২ কোটি)।

রাজস্থান রয়্যালস: শিবম দুবে (৪ কোটি ৪০ লক্ষ), ক্রিস মরিস (১৬ কোটি ২৫ লক্ষ), মুস্তাফিজুর রহমান (১ কোটি), চেতন সাকারিয়া (১ কোটি ২০ লক্ষ), কেসি কারিয়াপ্পা (২০ লক্ষ), আকাশ সিং (২০ লক্ষ), কুলদীপ যাদব (২০ লক্ষ), লিয়াম লিভিংস্টোন (৭৫ লক্ষ)।

পঞ্জাব কিংস: ডেভিড মালান (১ কোটি ৫০ লক্ষ), ঝাই রিচার্ডসন (১৪ কোটি), শাহরুখ খান (৫ কোটি ২৫ লক্ষ), মেরিডিথ (৮ কোটি), মইজেস হেনরিকস (৪ কোটি ২০ লক্ষ), জলজ সাক্সেনা (৩০ লক্ষ), সৌরভ কুমার (২০ লক্ষ), উত্কর্ষ সিং (২০ লক্ষ), ফ্যাবিয়ান অ্যালেন (৭৫ লক্ষ)।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: গ্লেন ম্যক্সওয়েল (১৪ কোটি ২৫ লক্ষ), সচিন বাবি (২০ লক্ষ), রজত পতিদার (২০ লক্ষ), মহম্মদ আজহারউদ্দিন (২০ লক্ষ), কাইল জেমিসন (১৫ কোটি), ড্যান ক্রিশ্চিয়ান (৪ কোটি ৮০ লক্ষ), সূয়াস প্রভুদেশাই (২০ লক্ষ), কেএস ভরত (২০ লক্ষ)।

সানরাইজার্স হায়দরাবাদ: জগদীশা সূচিত (৩০ লক্ষ), কেদার যাদব (২ কোটি), মুজিব উর রহমান (১ কোটি ৫০ লক্ষ)।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST