1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন

মিয়ানমারের বিক্ষোভে গুলি, নিহত দুই

  • প্রকাশিত: রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৪৮ পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

মিয়ানমারে ক্ষমতা দখল করা সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে৷ শনিবার মান্ডালে শহরে প্রতিবাদকারীদের উপর গুলি ছোঁড়ে নিরাপত্তা বাহিনী৷

জাতীয় নিউজ ২৪

মেডিকেল শিক্ষার্থীদের আয়োজিত এই বিক্ষোভে প্রায় এক হাজার মানুষ যোগ দেন৷ নয় ফেব্রুয়ারি পুলিশের গুলিতে এক তরুণীর মৃত্যু প্রতিবাদে বিক্ষোভের আয়োজন করেন তারা৷ এতে অন্তত দুইজনের মৃত্যুর কথা জানিয়েছেন সেখানকার জরুরি সেবাদানে নিয়োজিত কর্মীরা৷ মান্ডালে ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী উদ্ধার দলের প্রধান হ্লাইং মিন ও জানিয়েছেন, একটি শিপইয়ার্ডের কাছে এই সহিংসতায় প্রায় ৩০ জন আহত হয়েছেন৷

জাতীয় নিউজ ২৪

শুক্রবার গুলিতে প্রাণ হারানো মিয়া থোয়েট থোয়েট খিয়াং এর স্মরণে প্রতিবাদকারীরা ফুল ও ব্যানার হাতে মান্ডালে ও ইয়াঙ্গুনের রাস্তায় নামেন৷ নিরাপত্তা বাহিনী প্রতিবাদকারীদের উপর টিয়ার গ্যাস, জল কামান ও রবার বুলেট ছোঁড়ে৷ সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে৷ এখন পর্যন্ত ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে একটি স্বাধীন পর্যবেক্ষক দল৷

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল সবশেষ ঘটনার নিন্দা জানিয়েছেন৷ তিনি বিক্ষোভকারীদের উপর সহিংসতা বন্ধে মিয়ানমারের সামরিক ও সব নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানান৷ দেশটির বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার ইউরোপীয় ইউনিয়ন আলোচনায় বসবে বলেও এক টুইটে উল্লেখ করেন৷

জাতীয় নিউজ ২৪

মিয়ানমারের সামরিক জান্তার উপর অবরোধ আরোপে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে আসছেন সু চির সমর্থকরা৷ যুক্তরাষ্ট্র, ক্যানাডা ও ব্রিটেন এরইমধ্যে জেনারেলদের উপর অবরোধের ঘোষণা দিয়েছে ৷

এফএস/এডিকে (এএফপি, রয়টার্স)

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST