বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট- এর কার্যকরী সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী বরেণ্য অভিনেতা এটিএম শামছুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সারাহ বেগম কবরী, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা সহ জোটের সকল নেতৃবৃন্দ।
অরুণ সরকার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন এটিএম শামসুজ্জামান। শনিবার সকালে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।