অনলাইন ডেস্ক
স্প্যানিশ কোপা ডেল রের ম্যাচে প্রথম লেগে বার্সাকে ২-০ গোলে হারিয়েছিল সেভিয়া। দ্বিতীয় লেগ এখনো অনুষ্ঠিত হয়নি। তবে সেভিয়াকে আজকে সামনে পেয়েছিল বার্সা লা লিগার ম্যাচে। আর সেখানেই সেভিয়াকে হারিয়ে প্রতিশোধও নিয়ে গেল তারা।
যে মাঠে বার্সাকে ২-০ গোলে হারিয়েছিল, সেই মাঠেই সেভিয়াকে একই ব্যবধানে হারিয়েছে মেসিরা। আর এই জয়ে রিয়ালকে টপকে দুই নম্বরে উঠে এসেছে বার্সালোনা।
ম্যাচের দুই অর্ধে দুটি গোল করে বার্সা। ২৯ মিনিটে দেম্বেলের গোলের পর ৮৫ মিনিটে মেসি গোল করে বার্সার জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে বার্সা। তিনে থাকা রিয়ালের ২৪ ম্যাচে সংগ্রহ ৫২ পয়েন্ট এবং ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেটিকো।