অনলাইন ডেস্ক
ঘুস গ্রহণ ও ব্যক্তিগত প্রভাব খাটানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাই সার্কোজিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে প্যারিসের আদালত৷
অবশ্য তিন বছরের মধ্যে এক বছর সরাসরি কারাদণ্ড এবং বাকি দু বছর স্থগিত কারাদেশ হওয়ায় একই ধরনের অপরাধ আবার না করলে তাকে পুরো তিন বছর জেলে কাটাতে হবে না৷
advertisement
সার্কোজির বিরুদ্ধে অভিযোগ তিনি ২০১৪ সালে তার রাজনৈতিক দলের বিরুদ্ধে এক অপরাধ তদন্তের বিষয়ে ম্যাজিস্ট্রেট গিলবার্ট আসিবার্টকে ঘুস দিতে চেয়েছিলেন। ঘুস হিসেবে গিলবার্টকে মোনাকোয় একটি মর্যাদাপূর্ণ চাকরির পাওয়া নিশ্চিত করার আশ্বাস দিয়েছিলেন তিনি৷
মামলায় সার্কোজির আইনজীবী থিয়েরি হেরসগ এবং আসিবার্টেরও একইভাবে তিন বছরের কারাদণ্ড দিয়েছে প্যারিসের আদালত৷
ফ্রান্সের ইতিহাসে সাবেক কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আগেও উঠেছে৷ আরেক সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক ২০১১ সালে আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তবে শুধু দু বছরের স্থগিত কারাদণ্ড হওয়ায় সরাসরি কারাবরণ করতে হয়নি তাকে৷
২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্বে থাকা সার্কোজিকে তাই দেশের ইতিহাসের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে কারাবরণ করতে হবে৷
advertisement
৬৬ বছর বয়সি সাবেক প্রেসিডেন্ট অবশ্য জানিয়েছেন রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন৷
এসিবি/কেএম (ডিপিএ)