অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে এক ওভারে ছয়টি ছক্কা মারার রেকর্ড রয়েছে ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিংয়ের। এবার সেখানে ভাগ বসালেন ক্যারিবিয়ান ক্রিকেট দানব কাইরেন পোলার্ড। শ্রীলঙ্কার বিপক্ষে এক ওভারে ৬টি ছক্কা মেরেছেন তিনি।
শ্রীলঙ্কার দেয়া ১৩২ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ৫ম ওভার শেষে তখন ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ৬২ রান। চতুর্থ উইকেটের পতনের পর মাঠে নামেন পোলার্ড।
নেমেই প্রথম বল থেকেই চড়াও হন এই তারকা। তার এই টর্নেডোর সামনে পরে ২ ওভারে ১৭ রানে তিন উইকেট নেয়া আকিলা ধনাঞ্জয়া। ধনাঞ্জয়া তার দ্বিতীয় ওভারে হ্যাট্রটিকের মাধ্যমে তিনটি উইকেট শিকার করেছিলেন। তার তৃতীয় ওভারে গুনে গুনে ছয় বলে ছয়টি ছক্কা হাকান পোলার্ড।
৬ বলে ৩৬ করা পোলার্ড শেষ পর্যন্ত ১১ বলে ৩৮ রান করে আউট হন। কিন্তু তাতে জয় আটকায়নি ক্যারিবিয়ানদের। ম্যাচে ৪ উইকেটের জয় পায় তারা।