অনলাইন ডেস্ক
স্প্যানিশ কোপা ডেল রের সেমিফাইনালের প্রথম লেগে বার্সালোনা সেভিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল। ফলে দ্বিতীয় লেগে নিজেদের মাটিতে সেভিয়াকেই ৩-০ গোলে হারিয়ে ফাইনালে পৌছে গেল সেই বার্সাই।
ফাইনালে পৌছতে হলে ৩ গোলের ব্যবধানে জিততে হত বার্সাকে। নিজেদের মাটিতে সেটাই করে দেখালো মেসি পিকেরা। সেভিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপার থেকে মাত্র এক ধাপ দূরে পৌছে গেল দলটি।
নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ১২ মিনিটে দেম্বেলে গোল করে এগিয়ে দেন বার্সাকে। তবে দ্বিতীয় গোলটি যাতে বার্সা না করতে পারে সেজন্য যত রকমের চেষ্টা সম্ভব সবই করেছিল সেভিয়া। সফলও হয়েছিল প্রায়, কিন্তু নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জেরার্ড পিকের গোলে ২-০ গোলে এগিয়ে যায় বার্সা।
ম্যাচের ফলাফল শেষ পর্যন্ত ২-০ থাকার কারণে দুই লেগ মিলিয়ে সমান ব্যবধান হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৫ম মিনিটে মার্টিন ব্র্যাথওয়েট গোল করে এগিয়ে দেন বার্সাকে এবং শেষ পর্যন্ত সেই গোলটিই হয়ে যায় ম্যাচের ভাগ্য নির্ধারক।
তবে ম্যাচটি সেভিয়া শেষ করেছে ৯ জনের দল নিয়ে। প্রথমে নির্ধারিত ৯০ মিনিটের পর ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে ফার্নান্দো লাল কার্ড দেখেন এবং লুক ডি জং লাল কার্ড দেখেন ১০৩ মিনিটের সময়।