নিজস্ব প্রতিবেদক
আজ ঐতিহাসিক ৭ ই মার্চ। ৭ ই মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুন সরকার রানা।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুন সরকার রানা বলেন ৭ ই মার্চ বাঙালী জাতির জন্য এক গৌরবময় ঐতিহাসিক দিন। ৭ই মার্চের এই ঐতিহাসিক ভাষনের মাধ্যমেই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে দেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট – এর কেন্দ্রীয় কমিটির অনেক নেতা-নেত্রী উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির জোটনেত্রী নাট্যশিল্পী তানভীন সুইটি, তারিন জাহান, চিত্রনায়িকা শাহনূর, সুজন হালদার সহ আরো অনেক নেতা-নেত্রী বৃন্দ।