1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কবরী ও মুখপাত্র অরুণ সরকারের বঙ্গবন্ধু ভবনে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

  • প্রকাশিত: রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ১০৩৫ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নাট্য ও চলচ্চিত্র শিল্পীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পদক অরুন সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক নাট্যশিল্পী তারিন জাহান, নাট্যশিল্পী তানভীন সুইটি, চলচ্চিত্র বিষয়ক সম্পাদিকা চলচ্চিত্র শিল্পী চিত্রনায়িকা শাহনুর, সাংবাদিক সুজন হালদার, মানিক লাল ঘোষ এর নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

সংগঠনের গুলশান কেন্দ্রীয় কার্যালয়ে সকালে সংগঠনের সভাপতি সারাহ বেগম কবরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশগ্রহণ করেন সংগঠনের কার্যকরী সভাপতি চিত্রনায়ক আলমগীর, সহ সভাপতি কন্ঠশিল্পী রফিকুল আলম, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী তানভীন সুইটি, তারিন জাহান, চলচ্চিত্র শিল্পী শাহনুর, কন্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, কবি রবীন্দ্র গোপ সহ সংগঠনের নেতৃবৃন্দ।

জাতীয় নিউজ ২৪

Advertisement

সভায় বক্তারা বলেছেন, ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেছিলেন। বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দিয়েছিলেন। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের কোন ভূমিকাই ছিল না। তাকে জোর করে বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণাপত্র পাঠ করানো হয়েছিল। দপ্তরী যেমন স্কুলের প্রধান শিক্ষক হয় না অনুষ্ঠানের ঘোষক তিনি কখনও অনুষ্ঠানের প্রযোজক বা পরিচালক হয় না। জিয়াউর রহমান পাকিস্তানের চর হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বিএনপি এখনো গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST