1. admin@jationews24.com : admin :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন

পাখির মতো মানুষ মারল মিয়ানমার জান্তা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৭৩৯ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

রবিবারের সহিংসতায় এ পর্যন্ত নিহত ৭১

মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখলের পর গতকাল রবিবার দেশটিতে সবেচেয়ে বেশি ৩৯ জন মারা যান। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন অসংখ্য বিক্ষোভকারী। গতকাল আহতদের মধ্যে আজ সোমবার মারা গেছেন ৩২ জন। এ নিয়ে রবিবারের সহিংসতায় মোট মারা গেলেন ৭১ জন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

আজ সোমবার যারা মারা গেছেন তাদের বেশিরভাগই রবিবারের বিক্ষোভে আইয়ারাবাদী ও পাথেইন অঞ্চলে গুলিবিদ্ধ হয়েছিলেন। গতকাল রবিবার বিক্ষোভে ইয়াঙ্গুনের লাইংথাইয়া শিল্প এলাকাতেই নিহত হন ২২ জন। এ ছাড়া বিভিন্ন স্থানে আরো ১৭ জন বিক্ষোভকারী প্রাণ হারান।

লাইংথাইয়া শিল্প এলাকায় চীনের অর্থায়নে পরিচালিত কয়েকটি কারখানায় রবিবার আগুন দেওয়া হয়। ওই এলাকা ধোয়ায় ঢেকে যেতে শুরু করলে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নিরাপত্তা বাহিনীর গুলিতে সেখানে ২২ জন নিহত হয়। যদিও কারখানা পোড়ানোর ঘটনায় দায় স্বীকার করেনি কোনো পক্ষ।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে চলছে অভ্যু্ত্থানবিরোধী বিক্ষোভ। ইরাবতি নিউজের তথ্য অনুযায়ী, চলমান এই বিক্ষোভে এখন পর্যন্ত ১৬৭ জন নিহত হয়েছেন।

সূত্র: দ্যা ইরাবতি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST