স্প্যানিশ লা লিগায় ম্যাজিশিয়ান মেসির চমক ম্যাজিক চলছেই। সর্বশেষ গতরাতে হুয়েস্কার বিপক্ষে দুটি গোল করে দলের বড় জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দুটি গোলের সঙ্গে একটি অ্যাসিস্টও এসেছে তার পা থেকে।
মেসির এমন পারফর্মেন্সের পর তাকে বার্সার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে দাবী করেছেন বার্সা কোচ কোম্যান। কোম্যান বলেন,
আমার মনে হয় মেসি দেখিয়েছে যে সে বিশ্বের সেরা। প্রথম গোলটি ছিল মুগ্ধকর। এই দলের জন্য সে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
“আমি জানিনা অন্যরা মেসির সম্পর্কে কি বলে। অনেক বছর ধরে, অনেকগুলো ম্যাচ ধরে সে শীর্ষ পর্যায়ে ফুটবল খেলছে।
“সে বার্সার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমরা ভাগ্যবান যে মেসি এখনো আমাদের সঙ্গে আছে।”