বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক উপ রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন ৷ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ৷
নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৷ তিনি বলেছেন, ‘‘তার ভায়রার সাথে আমার কথা হয়েছে৷ তিনিই আমাকে এই মৃত্যু সংবাদ জানিয়েছেন৷’’
৮১ বছর বয়সি মওদুদ কিডনি ও ফুসফুসের জটিলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন৷ গত ১ ফেব্রুয়ারি থেকে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন ৷