বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হেরেছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ওয়ানডেতে জয়ের সুভাস পেয়েও শেষ পর্যন্ত ক্যাচ মিসের মহড়া দিয়ে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ।
এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২৭১ রানের লড়াকু সংগ্রহ করে বাংলাদেশ। দলের ওপেনার তামিম ইকবাল ৭৮ এবং মিডলঅর্ডার ব্যাটসম্যান মিঠুন ৭৩ রান করে।
এই রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ৫৩ রানেই তিনটি উইকেট হারায় নিউজিল্যান্ড। দারুণ বোলিং করেন মেহেদী হাসান এবং মুস্তাফিজ।
তবে কনওয়ে এবং টম লাথাম মিলে দুর্দান্ত জুটিতে খেলা নিজেদের করে নেয়। ১১৩ রানের জুটি করে তারা দুজনে। কনওয়ে ৭২ রান করে আউট হলে ভাঙে এই জুটি।
এরপর জিমি নিশাম এবং শেষে মিশেলকে নিয়ে ১০ বল বাকি থাকতেই নিউজিল্যান্ডকে জয়ের বন্দরে পৌছে দেন লাথাম। নিজে সেঞ্চুরি করে অপরাজিত থাকেন ১১০ রানে। নিশাম ৩০ ও মিশেল করেন ১২ রান।
অথচ এই ম্যাচটি বাংলাদেশ হয়তো অনায়াসেই জিততে পারত। কিন্তু একের পর এক ক্যাচ মিসের মহড়া দিয়ে নিউজিল্যান্ডকে জয়টা যেন গিফট করে এসেছে বাংলাদেশ।