1. admin@jationews24.com : admin :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

‘সবার সম্পত্তি সম্পর্কে তথ্য থাকা উচিত, তদন্ত হওয়া উচিত’

  • প্রকাশিত: শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৬৬২ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

দেশে দুর্নীতি দমন প্রসঙ্গে ডয়চে ভেলে বাংলার ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ ইউটিউব টকশো-তে এমনটাই বললেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম৷

জাতীয় নিউজ ২৪

Advertisements

ডয়চে ভেলে বাংলার সাপ্তাহিক ইউটিউব টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’-তে এবারের পর্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং বিএনপির সংসদ সদস্য মো. হারুনুর রশীদ৷ এবারের পর্বের বিষয় ‘তোমার জন্য হে স্বাধীনতা’৷

সঞ্চালক শুরুতেই প্রশ্ন রাখেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নাগরিকদের মধ্যে গৌরবের চেতনা কেন কম৷  শ ম রেজাউল করিম তুলে ধরেন শেখ হাসিনার নেতৃত্বে দেশের নানা অর্জনের দিকগুলো৷ সংসদ সদস্য মো. হারুনুর রশীদ বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে গৌরবের যথেষ্ট জায়গা থাকলেও দেশের বর্তমান দুর্নীতি, নির্বাচন ব্যবস্থার বেহাল অবস্থাকেও মূল্যায়নে আনতে হবে৷

জাতীয় নিউজ ২৪

Advertisement

বাংলাদেশে দুর্নীতির বর্তমান অবস্থার বিষয়ে মো. হারুনুর রশীদ বলেন, ‘‘আজকের দিনে রূপপুর বা মেট্রো রেল প্রকল্প দেখুন, এই ধরনের মেগা প্রোজেক্টে কোনো জবাবদিহিতার জায়গা নেই৷ জবাবদিহিতা যদি আপনি এ ধরনের প্রকল্পে না আনতে পারেন, তাহলে রাষ্ট্রকাঠামোকে আপনি মজবুত করতে পারবেন না৷”

জবাবে মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘‘দুর্নীতি হচ্ছে না সেকথা আমি বলবো না, কিন্তু দুর্নীতি হচ্ছে বলেই পি কে হালদারেরা আইনের আওতায় আসছেন৷ আওয়ামী লীগের নেতা হয়েও কেউ রক্ষা পাচ্ছেন না৷ অপরাধ করলে দায়মুক্তি অতীতে ছিল, এখন নেই৷ এখন অপরাধ করলে কিন্তু একটা পত্রিকার খবরের ভিত্তিতেও তদন্ত করা হয়৷ আওয়ামী লীগের এমপিদের কিন্তু আওয়ামী সরকারের আমলেই সাজা হয়েছে৷”

জাতীয় নিউজ ২৪

Advertisement

এ প্রসঙ্গে সঞ্চালক মনে করান যে দুর্নীতির প্রসঙ্গে শুধু চুনোপুঁটিদেরই নাগাল পাওয়া যাচ্ছে, তুলনায় ঘটনার ‘কিংপিন’ কেউ হাতে আসছে না৷ এর জবাবে রেজাউল করিম বলেন, ‘‘আমি তো মনে করি যে, আমাদের সবার সম্পর্কে তথ্য থাকা উচিত, তদন্ত হওয়া উচিত৷ যেখানে শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে সততার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেখানে আমরা, কোনো দলীয় নেতা-কর্মী, যদি কোনো অপরাধ করি তাহলে আমাদেরকেও বিচারের আওতায় আসতে হবে৷”

হারুনুর রশীদ তোলেন একটি দুর্নীতির মামলার কথা, যা তিনি নিজে দায়ের করেছিলেন, কিন্তু মামলাটির এখনো নিষ্পত্তি হয়নি৷

জাতীয় নিউজ ২৪

advertisement

এছাড়াও আজকের পর্বে আলোচিত হয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর সাথে সংশ্লিষ্ট নানা বিতর্ক ও প্রতিবাদের প্রসঙ্গ৷  মোদীর আগমনে বিক্ষোভের প্রসঙ্গে রেজাউল করিম বলেন, ‘‘সব প্রতিবাদের একটা মানসম্মত হবার জায়গা থাকে৷ আজকে যে প্রতিবাদগুলি হচ্ছে সেখানে প্রতিবাদীদের হাতে অস্ত্র রয়েছে৷ একজন বিদেশি রাষ্ট্রপধান আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসেছেন৷ এটা কি শিষ্টাচার?”

হারুনুর রশীদ বলেন, ‘‘এতদিন ধরে বিদেশি মেহমানরা আছেন, কিন্তু তখন কোনো প্রতিবাদ হয়নি৷ এর আগেও মোদী এখানে এসেছেন, কিন্তু তখন এমন হয়নি৷ কেন হয়নি সেটাও এই আলোচনায় মূল্যায়নে আনতে হবে৷”

এসএস/কেএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST