1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

চীনের সঙ্গে ২৫ বছরের সহযোগিতা চুক্তি করলো ইরান

  • প্রকাশিত: রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৬৭১ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

ইরানের সঙ্গে ২৫ বছর মেয়াদি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে চীন। আজ শনিবার চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা এই চুক্তি স্বাক্ষর করেছেন। তাদের চুক্তি সই রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে সরাসরি দেখানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছিলেন, বর্তমান পরিস্থিতি কারণে ইরানের সঙ্গে আমাদের সম্পর্কের কোনো ক্ষতি হবে না। সম্পর্ক স্থায়ী ও কৌশলগত হবে বলে জানান তিনি।  ওয়াং ই আরো বলেন, ইরান অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়। ইরান এমন কিছু দেশের মতো নয় যে, একটি ফোন কল দিয়ে তাদের অবস্থান পরিবর্তন করা সম্ভব।

জাতীয় নিউজ ২৪

advertisement

এই সহযোগিতা চুক্তির একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ থাকবে জানিয়ে তেহরানে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে বলেন, চুক্তির কেন্দ্রীয় চালিকাশক্তি হবে অর্থনৈতিক সহযোগিতা।

সূত্র: রয়টার্স।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST