করোনাভাইরাসের সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে অর্ধেক যাত্রী পরিবহন করায় গণপরিবহনে ৬০ ভাগ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
গতকাল মঙ্গলবার সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ সিদ্ধান্তের কথা জানান।
এর প্রতিক্রিয়ায় যাত্রীরা জানিয়েছেন, ওনারা যদি একজন করে নিত তাহলে আমরা সেভাবে যেতাম। তারা সেই নিয়ম মানবে না। উল্টো পুরো সিটে যাত্রী নিয়ে ভাড়া বেশি নেবে। কেবল মুখেই সীমিত যাত্রী বলে তারা বলবে।
রাইদা বাসযাত্রী আনোয়ার হোসেন বলেন, প্রথম দু-একদিন ঠিক থাকলেও চালক হেলপার বাস ভরে যাত্রী তোলে। কিন্তু ভাড়া সেই বেশিই নিয়ে থাকে।
বাসের স্টাফরা জানান, অর্ধেক যাত্রী তোলার নির্দেশনা তারা এখনো পাননি। আসলে যেভাবে আমরা নির্দেশনা মেনে চলবো।
এদিকে গণপরিবহনে গাদাগাদি করে যাত্রী তোলার পাশাপাশি উপেক্ষিত থাকে স্বাস্থ্যবিধিও। ছুটির দিনেও ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বেশির ভাগ জায়গায় দেখা যায় একই চিত্র। যাত্রীদের অভিযোগ, বাসের হেলপার সুপার ভাইজাররা সিট না থাকলেও জোর করে যাত্রী তোলেন।