অনলাইন ডেস্ক
চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) দেখা গেল চেনা ছন্দে। দীপক চাহারের সুইং, স্পিনারদের দাপট এবং পরে ব্যাট হাতে মইন আলির ঝড়ো ইনিংসে পাঞ্জাব কিংসকে উড়িয়ে দিল চেন্নাই। সিএসকে জিতল ৬ উইকেটে।
শুক্রবারের ম্যাচে ধোনি।ফাইল ছবি
শুক্রবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ফের এক বার চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিতে নেমেছেন তিনি। সেই দিনেই নতুন নজির গড়ে ফেললেন মহেন্দ্র সিংহ ধোনি। সিএসকে-র জার্সি গায়ে ২০০টি ম্যাচ খেলার নজির তৈরি করলেন। সিএসকে-র হয়ে এত ম্যাচ খেলার নজির আর কারওর নেই।
নেতৃত্ব দিয়ে চেন্নাইকে তিন বার আইপিএল জিতিয়েছেন ধোনি। চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন দু’বার। আজ পর্যন্ত এক বারই খেললেও অধিনায়কত্ব করেননি ধোনি। তা হল ২০১২-র চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে। সেই ম্যাচে নেতৃত্ব দেন সুরেশ রায়না। ধোনিকে সেই ম্যাচে বল করতে দেখা গিয়েছিল।
7⃣ PM! Our heartbeat going 💛 "thala thala" 200*#Thala200 #PBKSvCSK #WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/EKk75Xr0f0
— Chennai Super Kings – Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) April 16, 2021
প্রথম ম্যাচেই দিল্লির কাছে ৭ উইকেটের ব্যবধানে হারতে হয়েছিল। তাই শুক্রবার প্রীতির পাঞ্জাবের বিরুদ্ধে নামার আগে কিছুটা চাপেই ছিল চেন্নাই। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ধোনি। অধিনায়ককে একেবারেই হতাশ করেননি চেন্নাইয়ের বোলাররা।
নতুন বল হাতে রীতিমতো ভেলকি দেখান দীপক চাহার। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। অন্যদের মধ্যে একটি করে উইকেট পান কুরান, মইন আলি ও ব্র্যাভো।
প্রথমে ব্যাট করে চেন্নাই তোলে মাত্র ১০৬ রান। প্রীতির দলের পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্কই পেরোতে পারেননি। একা লড়াই করেছেন তরুণ শাহরুখ খান। মূলত তার ৪৭ রানে ভর করেই এক শ পেরোয় পাঞ্জাব।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ধীরে-সুস্থে করে চেন্নাই। ঋতুরাজ গায়কোয়াড় ১৬ বলে মাত্র ৫ রান করেন। একটা সময় মনে হচ্ছিল এই সামান্য টার্গেটে পৌঁছাতেই চাপে পড়ে যাবে চেন্নাই। কিন্তু ৩ নম্বরে মইন আলি নামতেই বদলে যায় পরিস্থিতি। মাত্র ৩১ বলে ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। ডু’প্লেসি করেন ৩৩ বলে ৩৬ রান। মাত্র ১৫ ওভার ৪ বলেই ১০৭ রানের নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় সিএসকে।