আক্রান্ত হওয়ার মাত্র ৫ দিনের মাথায় করোনা মুক্ত হলেন অর্জুন রামপাল। গত ১৭ এপ্রিল করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা। নিজের বাড়িতেই নিভৃতবাসে ছিলেন। বৃহস্পতিবার অর্জুন জানিয়েছেন, সুস্থ হয়ে উঠেছেন তিনি।
ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন অর্জুন। তার সঙ্গেই জানিয়েছেন, দু’বার করোনা পরীক্ষা করিয়েছিলেন। দুটিরই ফল নেতিবাচক এসেছে। চিকিৎসকদের মতে, টিকা নেওয়ার ফলেই এত দ্রুত সেরে উঠেছেন অভিনেতা। একই কারণে নাকি বিশেষ কোনও উপসর্গ দেখা যায়নি তাঁর। সকলকে যত তাড়াতাড়ি সম্ভব টিকা নিতে অনুরোধ করেছেন অর্জুন। সব রকম সাবধানতা মেনে চলার কথাও বলেছেন অভিনেতা।
করোনা আক্রান্ত থাকাকালীন তাঁর নিভৃতবাস কেমন কাটছে, ইনস্টাগ্রামে নানা পোস্টের মাধ্যমে সে কথা জানাতেন অভিনেতা। কখনও বই পড়ে, কখনও ছবি এঁকে অবসর যাপন করতেন অর্জুন।
View this post on Instagram
অর্জুনকে শেষ দেখা গিয়েছিল ‘নেল পলিশ’ ছবিতে। অপর্ণা সেনের পরিচালনায় ‘দ্য রেপিস্ট’ ছবিতেও অভিনয় করবেন তিনি। এ ছাড়াও ‘ধকড়’ ছবিতেও দেখা যাবে অভিনেতাকে।