মোস্তাফিজ-ক্রিস মরিসদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর অধিনায়ক সঞ্জু স্যামসনের সাবধানী ব্যাটিংয়ে কলকাতাকে হারবয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল রাজস্থান রয়্যালস। আজ নিজেদের পঞ্চম ম্যাচে নাইটদের ৬ উইকেটে হারিয়েছে সঞ্জু স্যামসনের দল।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে মোস্তাফিজ-মরিসদের সামনে রান তুলতে নাকানিচুবানি খেতে হয় নাইট ওপেনারদের। মোস্তাফিজের দ্বিতীয় ওভারে বাটলারের দুর্দান্ত থ্রোতে ভাঙে ওপেনিং জুটি। রান আউট হয়ে ফেরেন গিল।
এরপর দ্রুতই ফেরেন ফেরেন নিতিশ রানাও। সাকিবের পরিবর্তে একাদশে জায়গা পাওয়া সুনীল নারাইন আজও ব্যর্থ হয়েছেন। চার নম্বরে নেমে ৭ বলে ৬ রান করে ফেরেন তিনি। মরগান কোন বল মোকাবেলার আগেই রান আউট হয়ে ফেরেন। নাইটদের হয়ে লড়া ত্রিপাঠিকে ফিরিয়ে পুরো ধ্বসিয়ে দেন মোস্তাফিজ। এরপর শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় কলকাতা।
নাইট ব্যাটিংয়ে ধস নামিয়ে চেতনকে জড়িয়ে ধরলেন ক্রিস মরিস। ছবি – টুইটার
৪ ওভার বোলিংয়ে ২২ রান দিয়ে ১ উইকেট নেন মোস্তাফিজ। ক্রিস মরিন নেন ৪ উইকেট।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় রাজস্থান। তবে ওয়ানডাউনে নেমে একাই ছোট ছোট জুটি গড়ে দলকে টেনে নিতে থাকেন সঞ্জু স্যামসন।
ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে রাজস্থানকে জয় এনে দিলেন অধিনায়ক সঞ্জু স্যামসন। ছবি – টুইটার।
দুবে-তেয়াটিয়ারা দ্রুত ফিরলেও মিলারকে সাথে নিয়ে পুরো পথ পাড়ি দেন রাজস্থান অধিনায়ক। ৭ বল আগেই দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন দুজন। মিলার ২৩ বলে ২৪ ও স্যামসন ৪১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
কলকাতা নাইট রাইডার্স: ২০ ওভারে ১৩৩/৯(ত্রিপাঠি ৩৬, কার্তিক ২৫; মরিস ৪/২৩, মোস্তাফিজ ১/২২)
রাজস্থান রয়্যালস: ১৮.৫ ওভারে ১৩৪/৪(স্যামসন ৪২*, মিলার ২৪*; বরুন ২/৩২, মাভি ১/১৯)