1. admin@jationews24.com : admin :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন

বসুন্ধরা এমডির বিরুদ্ধে মামলা, দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • প্রকাশিত: বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৭৭৩ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
ছবি প্রতিকী।
অনলাইন ডেস্ক 

ঢাকার গুলশানে এক তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় ‘আত্মহত্যায় প্ররোচনার’ অভিযোগে বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে মামলা হয়েছে৷ তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত ৷

জাতীয় নিউজ ২৪

Advertisements

পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আদালতে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হলে বিচারক শহীদুল ইসলাম তা মঞ্জুর করেন৷

ঢাকার মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার জাফর হোসেন এ তথ্য জানিয়েছেন৷

সোমবার সন্ধ্যায় গুলশানের একটি ফ্ল্যাট থেকে এক তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ পরে রাত দেড়টার দিকে গুলশান থানায় মামলা করেন তরুণীর বোন৷ মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহানের বিরুদ্ধে ‘আত্মহত্যায় প্ররোচনার’ অভিযোগ আনেন তিনি৷

জাতীয় নিউজ ২৪

Advertisements

পুলিশের পক্ষ থেকে বলা হয়, তরুণীর সঙ্গে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের ‘প্রেমের সম্পর্ক’ ছিল৷ তবে অভিযোগের বিষয়ে সায়েম সোবহানের বক্তব্য জানা যায়নি। পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাজমুল হাসান ফিরোজ সংবাদ মাধ্যমটিকে বলেন, মারা যাওয়া তরুণী ঢাকার একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন৷ ‘‘তিনি এখানে থেকে পড়াশোনা করতেন৷ গুলশানের ওই ফ্ল্যাটে তিনি একাই থাকতেন৷ মাস দুয়েক আগে এক লাখ টাকায় ওই ফ্ল্যাট ভাড়া নেন৷ সে সময় দুই মাসের ভাড়া অগ্রিম দেওয়া হয়,” বলেন নাজমুল হাসান৷ পুলিশ ফ্ল্যাটের সিসি ক্যামেরার ভিডিও এবং তরুণীর ব্যবহৃত ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করেছে বলেও জানান তিনি৷

সূত্র: এফএস/কেএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST