ঢাকার ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকা থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের সন্দেহ।
মঙ্গলবার দিবাগত (২৭ এপ্রিল) রাত ১২টার দিকে পশ্চিম মানিকদীর নামাপাড়ায় বাসার সামনে একটি মাইক্রোবাস থেকে শাকিলা পারভীন সুমি (২৮) নামের ওই নারীর মৃতদেহ উদ্ধার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। এ ঘটনায় শাকিলার স্বামী রাইসুল আলম সৌরভকে আটক করেছে পুলিশ।
আটককৃত নিহত শাকিলার স্বামী রাইসুল আলম সৌরভ
ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী সাহান হক জানান, সুমির স্বামী সৌরভকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তিনি আরো জানান, ‘নিহতের শরীরে কিছু জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’
তবে সৌরভ দাবি করেছেন, দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেছেন তার স্ত্রী। “সৌরভ পুলিশকে বলেছে, গতকাল ইফতারের পর তাদের মধ্যে কথা কাটাকাটির জেরে সুমি আত্মহত্যার জন্য গলায় ফাঁস নেয়। পরে রুমের দরজা ভেঙে উদ্ধার করে মিরপুরের কিংসটন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
পরে সৌরভ হাসপাতাল থেকে একটি মাইক্রোবাসে করে তার স্ত্রীর লাশ নিয়ে বাসায় ফেরেন। এদিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয় এবং মাইক্রোবাস থেকে সুমির মরদেহ উদ্ধার করে বলে জানান ওসি কাজী সাহান হক।
সুমির পরিবার এ ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ বলছে। ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী সাহান হক জানান, “সৌরভের বাড়িতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য পাওয়া গেছে।” এ সময় সৌরভের কাছ থেকে ৫৩টি ইয়াবা উদ্ধার করা হয়।
সুমির মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।