সোমবার (৩ মে) সন্ধ্যা ৬ টায় আহমেদবাগ সবুজ বাগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং অন্যতম প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা সারাহ বেগম কবরীর স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে দোয়া মাহফিল এবং ইফতারের আয়োজন করা হয়।
সংগঠনের উপদেষ্টা ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাশের সার্বিক তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় এই বিশেষ দোয়া মাহফিল এবং ইফতারের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে প্রায় ৫০০০ হাজার গরীব-দুঃখী মানুষের মধ্যে ইফতার বিতরন করা হয়।
ইফতারের দোয়ার পূর্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট-এর কেন্দ্রীয় কমিটির প্রধান মুখপাত্র ও সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা এবং সংগঠনের উপদেষ্টা ৫ নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাশ সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন।
Advertisements
সংক্ষিপ্ত বক্তব্যে অরুণ সরকার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও অন্যতম প্রতিষ্ঠাতা বীর মুক্তিযুদ্ধা সারাহ বেগম কবরীর রুহের মাগফেরাত কামনা করেন। সেইসাথে তিনি সবাইকে নিয়মিতভাবে মাস্ক পরার পরামর্শ দেন। এ সময় তিনি সাধারণ মানুষকে করোনাভাইরাস এর স্বাস্থ্য সচেতনতা বিধিমালা মেনে চলার আহবান জানান এবং এই মহামারী থেকে পরিত্রাণের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রর্থনা করেন।