1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন

আজ থেকে চলবে বাস, মানতে হবে নির্দেশনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৭৯০ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
ফাইল ছবি।
অনলাইন ডেস্ক 

টানা ২২ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার থেকে রাজধানীসহ দেশের সব জেলায় বাস চলাচল করবে। তবে আন্ত জেলা গণপরিবহন বন্ধ থাকবে। যে জেলার বাস শুধু সেই জেলায় চলবে। বাসে চড়তে মানতে হবে বেশ কিছু বিধি-নিষেধ। বুধবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

নির্দেশনায় বলা হয়েছে—মাস্ক পরা ছাড়া কোনো যাত্রীকে গাড়িতে ওঠানো যাবে না। গাড়ির স্টাফদের মাস্ক সরবরাহ করবেন গাড়ির মালিক। গাড়িতে সিটের অর্ধেক যাত্রী বহন করতে হবে। দাঁড়িয়ে কোনো যাত্রী পরিবহন করা যাবে না। লকডাউনে মালিক-শ্রমিকরা মানবেতর জীবন-যাপন করছেন। এ ক্ষেত্রে মালিক সমিতি বা পরিবহন কম্পানির নামের গেটপাস আদায় করা যাবে না।

জাতীয় নিউজ ২৪

Advertisements

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে রাজধানীসহ দেশের সব জেলা শহরের মধ্যে গণপরিবহন চলাচল করবে। সবাইকে তিনি মালিক সমিতির দেওয়া নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST