ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেয়েছে লেস্টার সিটি। ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদেরই ঘরের মাঠে ১-২ গোলে হারিয়েছে ফক্সরা। লেস্টারের এই জয়ে শিরোপা জয় নিশ্চিত হয়েছে ম্যানচেস্টারেরই আরেক দল সিটির।
Congratulations Man City! 🎉
2020-21 Premier League champions 🥳 pic.twitter.com/GYnf6L6Afa
— Goal (@goal) May 11, 2021
মাত্র দুই দিন আগেই অ্যাস্টন ভিলার বিপক্ষে ঘুরে দাঁড়ানো জয়ে ম্যানচেস্টার সিটির শিরোপার জন্য অপেক্ষা বাড়িয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার ঘরের মাঠে লেস্টার সিটির বিপক্ষে আর পেরে উঠলো না তারা।
মঙ্গলবার রাতে ম্যান ইউয়ের ২-১ গোলের পরাজয়ে শিরোপার আশা শেষ ওল্ড ট্র্যাফোর্ডের দলটির। ৩৫ ম্যাচে ৭০ পয়েন্ট রেড ডেভিলদের। বাকি থাকা তিন ম্যাচ জিতলেও এখন সিটির ৮০ পয়েন্ট ছুঁতে পারবে না সুলশারের দল।
𝘾𝙃𝘼𝙈𝙋𝙄𝙊𝙉𝙎 🏆
🔷 #ManCity | https://t.co/axa0klD5re pic.twitter.com/5T678GGPnO
— Manchester City (@ManCity) May 11, 2021
তিন দিন আগেই চেলসিকে হারিয়ে শিরোপা জিততে পারতো ম্যানসিটি। কিন্তু হেরে যায় তারা। এবার নিশ্চিন্ত মনে ২৯ মে’র চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ম্যাচ নিয়ে ভাবতে পারবেন পেপ গার্দিওলা।
একই সঙ্গে ট্রেবল জয়ের দ্বিতীয় সুযোগ আগেই লিগ কাপ জেতা সিটিজেনদের। এ নিয়ে গার্দিওলা ক্লাবটির সঙ্গে শেষ চার বছরের মধ্যে তৃতীয় লিগ শিরোপা জিতলেন, সব মিলিয়ে দশম ট্রফি।