1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

ইসরাইলি হা’মলা থামাতে বিশ্ব নেতাদের কাছে মোহাম্মদ সালাহ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৭২৩ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক 

জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসায় টানা তিনদিন ধরে নিরপরাধ ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হা’মলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা। অবরুদ্ধ গাজা উপত্যকায় সোমবার থেকে ইসরাইলি বাহিনীর বিমান হা’মলায় ফিলিস্তিনের ৯ শি’শুসহ অন্তত ২৪ জন নি’হত হয়েছেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

গাজা উপত্যকায় চলমান ই’সরায়েলি হা’মলা থামাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনসহ বিশ্ব নেতাদের ‘ক্ষমতার মধ্যে সবকিছু’ করার আহ্বান জানিয়েছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ।

গত মঙ্গলবার দিবাগত রাতে এক টুইটার বার্তায় তিনি এ আহ্বান জানান।

টুইটে মিশরীয় এই আইকন ফুটবলারলেখেন, ‘আমি বিগত ৪ বছর ধরে যে দেশে বসবাস করছি তার প্রধানমন্ত্রীসহ (বরিস জনসন) সকল বিশ্ব নেতাকে আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিনের নিরপরাধ মানুষ হত্যা ও তাদের ওপর সহিংসতা তাৎক্ষণিক বন্ধের জন্য আপনাদের ক্ষমতার মধ্যে যা করার সব করুন। যথেষ্ট হয়েছে, যথেষ্ট।’

এর আগে জেরুজালেমের আল আকসা মসজিদের সামনে তোলা তার একটি ছবি টুইটারে প্রোফাইল ফটো হিসেবে শেয়ার করেন মিশরের এই তারকা ফুটবলার।

জাতীয় নিউজ ২৪

Advertisements

মোহামেদ সালাহর মতো ফিলিস্তিনিদের প্রতি সং’হতি জানিয়ে টুইট করেছেন ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার রিয়াদ মাহরেজ। আল-আকসায় নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর ই’সরাইলি সেনাদের হা’মলার ঘটনায় ধিক্কার জানিয়েছেন তিনি।

বিশ্বফুটবলের এই দুই তারকা ছাড়াও ইসরাইলি বাহিনীর বর্ব’র হা’মলার ঘটনায় ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন ক্লাবের ফুটবলাররা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST