1. admin@jationews24.com : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

গলফের মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছি, হাসপাতাল থেকে লিখলেন কপিল

  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৬৪১ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
হাসপাতালের বেড থেকেই ভক্তদের বার্তা কপিল দেবের। সৌ: টুইটার

জাতীয় নিউজ ২৪ | অনলাইন ডেস্ক

সুস্থ হয়ে উঠছেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। বৃহস্পতিবার বুকে ব্যথা অনুভব করায় কপিলকে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৬১ বছরের ওই প্রাক্তন ক্রিকেটারের অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি আরোগ্যের পথে।

কপিলের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই  ক্রিকেট মহল এবং তাঁর ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সেখানে কপিলের এক সতীর্থ লেখেন, ‘ওর সিংহের হৃদয়। ও দ্রুত সুস্থ হয়ে উঠবে। কারণ ও অনেক কঠিন সময় বদলে দিতে পেরেছে।’ সেখানে কপিল পাল্টা লেখেন, ‘আমি ভাল আছি এবং সুস্থ রয়েছি। খুব দ্রুত সেরে ওঠার পথে। গলফের ময়দানে ফেরার জন্য মুখিয়ে রয়েছি। আপনারা আমার পরিবার। আপনাদের ধন্যবাদ।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST