1. admin@jationews24.com : admin :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

ভবানীপুর আসন থেকে উপনির্বাচনে লড়বেন মমতা

  • প্রকাশিত: শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৬৯৯ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক 

পশ্চিমবঙ্গের ভবানীপুর বিধানসভা আসন থেকে লড়তে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শোভন দেব চট্টোপাধ্যায় বিধানসভা থেকে পদত্যাগের কথা বললে এ কথা জানায় তৃণমূল।

জাতীয় নিউজ ২৪

Advertisements

বরাবর রাসবিহারি আসন থেকে বিধায়ক হয়ে আসছেন শোভন দেব। অন্যদিকে ভবানীপুর মমতার পুরনো আসন। এই বিধানসভা নির্বাচনে মমতা নন্দীগ্রামে প্রার্থী হওয়ায় ভবানীপুর থেকে লড়েন শোভন দেব। বিজেপির অভিনেতা প্রার্থী রুদ্রনীল ঘোষকে পরাজিত করেন তিনি। নন্দীগ্রামে মমতা জয় না পাওয়ায় নিয়মমতো তাকে কোনো আসন থেকে জিতে আসতে হবে। এ জন্য নিজের পুরনো কেন্দ্র ভবানীপুর থেকেই মমতা উপনির্বাচনে লড়াই করবেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

তৃণমূলের অনেক পুরনো বিধায়ক শোভন দেব। একবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কংগ্রেস বিধায়ক ছিলেন শোভন দেব। তৃণমূল গঠনের পর ১৯৯৮ সালে বারুইপুরের বিধায়ক পদ ছেড়ে রাসবিহারি উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হন। কংগ্রেস বিধায়ক হৈমী বসুর মৃত্যুতে ওই কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। শোভন দেবের সেই উপনির্বাচনে জয়েই প্রথম বিধানসভায় প্রবেশ তৃণমূলের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST