1. admin@jationews24.com : admin :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন

জামিননামা কাশিমপুর পৌঁছালে মুক্তি পাবেন সাংবাদিক রোজিনা

  • প্রকাশিত: রবিবার, ২৩ মে, ২০২১
  • ৭৭৫ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক 

সাংবাদিক রোজিনা ইসলামের পক্ষে জামিননামা (বেইল বন্ড) মুক্তির আদেশসহ (রিলিজ লেটার) কাশিমপুরে পাঠানো হয়েছে। সেখানে এ আদেশ পৌঁছালেই সাংবাদিক রোজিনা মুক্তি পাবেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

জাতীয় নিউজ ২৪

Advertisements

আজ রবিবার দুপুর আড়াইটার দিকে সিএমএম আদালত থেকে জামিননামা কাশিমপুর বাহকের মাধ্যমে পাঠানো হয়।

সিএমএম আদালতে শাহবাগ থানার সাধারণ কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নিজামুদ্দিন ফকির এ তথ্য জানান।

আজ রবিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর ভার্চ্যুয়াল আদালত পাসপোর্ট জমা দেওয়ার শর্তে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। এরপর জামিন ও পাসপোর্ট দাখিল করা হয়েছে। এরপর দুপুরে তার পক্ষে আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জামিননামা ও পাসপোর্ট দাখিল করেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

গত সোমবার (১৭ মে) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক রোজিনা ইসলাম। তাকে এদিন ছয় ঘণ্টা আটকে রেখে রাত সাড়ে ৮টার দিকে সচিবালয় থেকে পুলিশি পাহারায় শাহবাগ থানায় নেওয়া হয়। ওইদিন রাতেই রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে। মামলার নম্বর ১৬। দণ্ডবিধি ৩৯৭ এবং ৪১১ অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট ১৯২৩ এর ৩/৫ এর ধারায় এ মামলা করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব শিব্বির আহমেদ ওসমানী। যেখানে তার বিরুদ্ধে সরকারি নথি সরানো ও ছবি তোলার অভিযোগ দায়ের করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST