1. admin@jationews24.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:০৯ অপরাহ্ন

শরিয়তপুরের পূর্ব ডামুড্যার বেহাল সড়কের সংস্কারের দাবী এলাকাবাসীর

  • প্রকাশিত: সোমবার, ৩১ মে, ২০২১
  • ১০৬০ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
ছবি: জাতীয় নিউজ ২৪ ডেস্ক
নিজস্ব প্রতিবেদক

বেহাল সড়ক, সামান্য বৃষ্টিতে জমে জল। জল কাদার রাস্তায় পথ চলাই কষ্টকর। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের দাবী জানিয়ে কোনো প্রতিকার পাচ্ছেনা এলাকাবাসী। ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ এবং দৃষ্টি আকর্ষণ করে বর্তমান সমস্যা সমাধানের জন্য জনাব মোঃ আহসান সিদ্দিকীর খোলা চিঠি।

জাতীয় নিউজ ২৪

Advertisements

জনাব আহসান সিদ্দিকী বলেন, আমিও ভুক্তভোগীদের একজন। তাই আশা করি আমার নিন্মলিখিত বিষয়টি পড়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

পূর্ব ডামুড্যা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উকিল পাড়া থেকে সম্ভুকাঠি নুতন বাজার এবং মরহুম আনোয়ার ফকির সাহেবের বাড়ি থেকে মরহুম ইদ্রিস হাওলাদার সাহেবের বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিন যাবৎ চলাচলের একেবারেই অনুপযোগী। এই রাস্তাটি ডামুড্যা এবং গোসাইরহাটের হাজারো জনসাধারনের সংযোগস্থল। চর ভয়রা, দাইমী চর ভয়রা, ভয়রাগজারিয়া ও সম্ভুকাঠি গ্রামের মানুষ গোসাইরহাট, সম্ভুকাঠি নতুন বাজার, কোদাল পুর বাজার ও ডামুড্যা যাওয়ার জন্য এই সড়কটি ব্যবহার করে থাকে। কিন্তুু এই রাস্তাটি কাঁচা থাকার কারণে বর্ষাকালে সামান্য বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যেখান দিয়ে যানবাহনতো দূরের কথা খালি পায়ে হাঁটার অসম্ভব হয়ে পড়ে। অতীতে এলাকার সচেতন জনগন বিভিন্ন মহলের দ্বারস্থ হয়েও এসমস্যাটির সমাধান করা সম্ভব হয়নি। আধুনিক যোগাযোগ ব্যবস্থার যুগে শরীয়তপুরের এ-ই সড়কটি হাজারো নিরীহ জনগনের একটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।

এমতাবস্থায় এই সড়কটি সংস্কার করার জন্য পূর্ব ডামুড্যা ইউনিয়নের জনপ্রতিনিধিসহ শংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে অনতিবিলন্বে গুরুত্বপুর্ণ সড়কটি মেরামত করে অত্র এলাকার জনদুর্ভোগ লাগব করে কৃতজ্ঞতার বাঁধনে  আবদ্ধ করবেন।

বিনীত
মোঃ আহসান সিদ্দিকী
পূর্ব ডামুড্যা ইউনিয়নের সর্বসাধারণের পক্ষে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST