বিশ্বের চিরন্তন শহর হিসেবে খ্যাত ইতালির রাজধানী রোমে ঝাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা উঠলো ইউরো-২০২০ এর। বার্নাঢ্য আয়োজনের পরই মাঠের লড়াইয়ে নেমেছে ইতালি-তুরস্ক।
ইতালি এবারের আসরের অন্যতম ফেবারিট হলেও তুরস্ক হচ্ছে ‘ডার্ক হর্স’। যে কোনো কিছু করে দিতে পারে তুর্কিরা।
রোমের স্তাদিও অলিম্পিকোতে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। হল্যান্ডের ডিজে মার্টিন গ্যারিক্সের সঙ্গে ডাবলিনের বিখ্যাত রক ব্যান্ড ইউ টু-র দুই রকস্টার বোনো এবং দ্য এজ মঞ্চ মাতিয়েছেন দারুণ ভারচুয়াল পারফরম্যান্সে।
ছিল আতশবাজি ঝলকানি, দৃষ্টিনন্দন ফায়ারওয়ার্কস। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় মাঠের লড়াই।
🏟️🎇😍 EURO 2020 starts with a bang!#EURO2020 pic.twitter.com/g57Gff2L96
— UEFA EURO 2020 (@EURO2020) June 11, 2021