গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৯৯ শতাংশ
দেশে করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৪৭ জন এ ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১১৮ জনে।
অন্যদিকে, একই সময়ে আরও ২ হাজার ৪৩৬ জন শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ২২ হাজার ৮৪৯ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৯৯ শতাংশ।
রবিবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে, শনিবার (১২ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে ৩৯ জনের মৃত্যু এবং এবং ১ হাজার ৬৩৭ জন শনাক্তের কথা জানানো হয়।