1. admin@jationews24.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:২৯ অপরাহ্ন

ঘন ঘন মেজাজ পরিবর্তন হচ্ছে অন্তঃসত্ত্বা নুসরতের? তাঁর দু’টি পোস্টে তেমনই নিদর্শন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৭৭২ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
নুসরত জাহান
অনলাইন ডেস্ক 

মন ভাল নেই নুসরতের? ইনস্টাগ্রামে দু’টি স্টোরি পোস্ট করলেন সাংসদ-অভিনেত্রী। প্রথমটায় তাঁর মন খারাপ প্রকাশ পেলেও পরের ছবিতে নুসরত জাহানের চেহারায় যেন আসন্ন মাতৃত্বের আভা ফুটে উঠেছে। গর্ভবতীদের যে ঘন ঘন মেজাজের পরিবর্তন ঘটে, তার উদাহরণ কি নুসরতের দু’টি পোস্টের যোগফল? দু’টি ভিডিয়োর মধ্যে প্রায় এক দিনের ব্যবধান।

জাতীয় নিউজ ২৪

Advertisements

প্রথমটিতে একটি ভিডিয়ো পোস্ট করেছেন নুসরত। একটি ছোট্ট মেয়ে বলছে, ‘‘আমার জীবন ভীষণ ছন্নছাড়া। আমার কফির প্রয়োজন। আর মানুষ বড় অদ্ভুত। আমি মৎস্যকন্যা হতে চাই।’’ ভিডিয়োর একদম নীচে নুসরত লিখেছেন, ‘নিজের সঙ্গে মেলাতে পারছি।’

জাতীয় নিউজ ২৪

নুসরতের ইনস্টাগ্রামের প্রথম স্টোরি।

জাতীয় নিউজ ২৪

নুসরতের ইনস্টাগ্রামের দ্বিতীয় স্টোরি।

পরের ভিডিয়োতে নুসরতকে দেখা যাচ্ছে, সুন্দর করে সেজে রয়েছেন। মাথার চুল টান টান করে সাদা ব্যান্ড দিয়ে বাঁধা। কানে সাদা দুল। ঠোঁটে লাল লিপস্টিক। নীল রঙের ঢিলে টপ তাঁর গায়ে। মুখে হাসি। অভিনেত্রী সেই ভিডিয়োর উপরে বড় বড় করে লিখে সবাইকে ‘হ্যালো’ জানিয়েছেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST