1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এনে ঘরে ফেরার কথা লিখলেন নুসরত

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৭৭৯ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
নুসরত জাহান
অনলাইন ডেস্ক

সময় এগোচ্ছে। ক্রমশ পরিণত হচ্ছেন তিনি। মাতৃত্বের ছাপ চেহারায়, চোখেমুখে স্পষ্ট। নুসরত জাহান কিন্তু সবটাই মন থেকে উপভোগ করছেন। এত বিতর্কের মধ্যেও মা হওয়ার আনন্দ, তৃপ্তি লুকোতে পারছেন না সাংসদ-অভিনেত্রী। বলা ভাল, লুকোতে চাইছেনও না। সেই অনুভূতি থেকেই আবার নুসরতের বেবি বাম্প প্রকাশ্যে। শনিবার তিনি ইনস্টাগ্রামে ভাগ করে নিলেন তাঁর সাম্প্রতিক ছবি। জানালেন, ‘যে পাখি পথ হারিয়ে ফেলেছে, তার এ বার ঘরে ফেরার পালা’। তাঁর এই কথা ঘিরে ফের জন্ম নিয়েছে প্রশ্ন। নুসরত কি নিজের ঘরের ঠিকানার খোঁজ পেলেন অবশেষে?

জাতীয় নিউজ ২৪

Advertisements

নুসরত আশ্রয়হীন, এ কথা নিন্দুকেও বলবে না। তবে তাঁর সন্তানের বড় আশ্রয়স্থল হয়ে উঠতে চলেছেন তিনি, এ কথা সত্যি। শুধু মায়ের পরিচয়ে সন্তানের জন্ম দেওয়া, ‘একা মা’ হিসেবে সন্তান মানুষ করা খুব সহজ কথা নয়। সেই কথাই কি তিনি কথার ভাঁজে বুঝিয়ে দিলেন? ছবি যদিও আরও অনেক কথাই বলছে। হিসেব অনুযায়ী, আর মাত্র তিন মাস। তার পরেই ‘মা’ হবেন নুসরত। সেই কথাও যেন নিজের ছবি দিয়ে আরও এক বার মনে করিয়ে দিলেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat (@nusratchirps)

পরনে কালোর উপর সাদা মিকি মাউস ছাপের ‘জগার ড্রেস’। চোখে-মুখে উপচে পড়া অনাগত সন্তানের প্রতি ভালবাসা। মাতৃত্বের প্রতি মুহূর্ত উপভোগ করে চলা নুসরত প্রতি মুহূর্তে দেখিয়ে দিচ্ছেন, পিতৃত্বের অনিশ্চয়তা নিয়েও কীভাবে মাতৃত্বকে উদযাপন করা যায়। কিছু নেটাগরিক কটাক্ষ ছুড়লেও অনেকেই অভিনেত্রীকে সমর্থন জানিয়েছেন। তাঁদের দাবি, ‘প্রকৃত নারী তিনিই যিনি কঠোরে-কোমলে গড়া। যাঁর অনুভূতি গভীর। যিনি নিজের সত্ত্বা দিয়ে ভালবাসতে জানেন। হাসি-কান্না যাঁর জীবনের অঙ্গ। একই সঙ্গে তিনি বাস্তববাদী আবার আধ্যাত্মিক শক্তিতে বিশ্বাসী।’

নেটাগরিকদের চোখে, এমন নারী-ই ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি। নুসরত জাহান যার জ্বলন্ত উদাহরণ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST