1. admin@jationews24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন

ঘর পরিষ্কার করার নানা সরঞ্জাম বাজার থেকে কিনছেন? বাড়িতেই বানিয়ে ফেলুন

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৯৬৭ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
বাড়ি পরিষ্কার করার এই উপাদানগুলি শরীরের ক্ষতি করে না। ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদন

বাজার চলতি উপাদানের উপর আস্থা রেখেই ঘর, মেঝে, বাথরুম ইত্যাদি পরিষ্কার করে থাকেন? ঘরের মেঝের জন্য আলাদা উপাদান, বাথরুমের মেঝের জন্য আলাদা উপাদান, রান্নাঘরের টাইল্‌সের জন্য আবার আলাদা উপাদান? এই সব জোগাড় করতেই তো হিমশিম খেতে হয়। তার চেয়ে বাড়িতেই বানানো যাবে পরিষ্কার করার এমন জিনিস, যা দিয়ে বাড়ির সব জায়গাই ঝকঝকে হয়ে যাবে। ফ্রিজের ভিতর, কার্পেটও পরিষ্কার করা যাবে এই একই উপাদানে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

এর জন্য বাড়িতেই বানান কাস্টিল সারফেস ক্লিনার ও ভিনিগার সারফেস ক্লিনার।

কাস্টিল সারফেস ক্লিনার

লাগবে:

ডিস্টিলড ওয়াটার: ২ কাপ

কাস্টিল সোপ: ২ টেবিল চামচ

এসেনশিয়াল অয়েল: ১৫ ফোঁটা

কী ভাবে বানাবেন:

একটি স্প্রের বোতলে জল ভরুন। এবার তাতে কাস্টিল সোপ ও এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন। ভাল করে ঝাঁকিয়ে নিয়ে ঘরোয়া স্বাভাবিক আবহাওয়ায় রেখে দিন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

ভিনিগার সারফেস ক্লিনার

লাগবে:

ডিসটিলড ওয়াটার: ২ কাপ

সাদা ভিনিগার: ১ কাপ

লেবুর রস: ১ টেবল চামচ

এসেনশিয়াল অয়েল: ১৫ ফোঁটা

কী ভাবে করবেন:

একটি স্প্রে বোতলে জল ঢালুন। তারপর সাদা ভিনিগার, লেবুর রস ও এসেনশিয়াল অয়েল দিয়ে দিন। এরপর ভাল করে ঝাঁকিয়ে নিন। তারপর ঘরের স্বাভাবিক আবহাওয়ায় রেখে দিন।

এই দু’টি উপাদানই ব্যবহার করার আগে ভাল করে ঝাঁকিয়ে নেবেন। তারপর ভাল করে স্প্রে করে মুছে নিন। তবে মার্বেলের উপর ভিনিগার ক্লিনার ব্যবহার না করাই ভাল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST