1. admin@jationews24.com : admin :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

অস্ট্রিয়ার স্বপ্ন ভেঙ্গে কোয়ার্টারে ইতালি

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৭০৯ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

উয়েফা ইউরো ২০২০ এর কোয়ার্টার ফাইনালে উঠেছে ইতালি। রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে অতিরিক্ত সময়ে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে রবার্তো মানচিনির দল ।

অবশ্য অস্ট্রিয়ার বিপক্ষে পুরো ম্যাচ জুড়ে কোনো গোল পায়নি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু যোগ করা সময়ে দুটি গোল করে তারা। আর হজম করে একটি। তাতে ২-১ ব্যবধানে অস্ট্রিয়াকে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠে যায় রবার্তো মানচিনির শিষ্যরা।

জাতীয় নিউজ ২৪

Advertisements

পাশাপাশি রেকর্ডও গড়েছে তারা। টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। সবশেষ ২০১৮ সালের সেপ্টেম্বরে তারা ন্যাশন্স লিগে পর্তুগালের কাছে হেরেছিল। এরপর থেকে তাদের জয়রথ ছুটছেই। এর আগে ১৯৩৫ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত ইতালি টানা ৩০ ম্যাচে অপরাজিত ছিল। এবার সেই রেকর্ড ভেঙে টানা ৩১ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ে ইউরোর শেষ আট নিশ্চিত করেছে।

ওয়েম্বলিতে অবশ্য প্রথমার্ধে ইতালির সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে অস্ট্রিয়া। দ্বিতীয়ার্ধে ৬৫তম মিনিটে জালের নাগালও পেয়েছিল তারা। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। শেষ পর্যন্ত গোলশূন্যভাবে শেষ হয় নির্ধারিত ৯০তম মিনিটের খেলা।

জাতীয় নিউজ ২৪

Advertisements

এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৫তম মিনিটের মাথায় গোলের দেখা পায় ইতালি। এ সময় বক্সের মধ্যে সতীর্থের ক্রসে বল পেয়ে যান ফেদেরিকো কিয়েজা। এরপর ভলিতে গোল করেন। ১০৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাতেও পেসিনা। কিন্তু ১১৪ মিনিটের মাথায় অস্ট্রিয়ার সাসা কালাজদিক গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। এর মধ্য দেয় ইতালির টানা ১১ ম্যাচে জাল অক্ষত রাখার রেকর্ড ভেঙে যায়। দ্বাদশ ম্যাচে এসে তারা গোল হজম করে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

কিন্তু এরপর আর জালের নাগায় পায়নি অস্ট্রিয়া। তাতে ২-১ ব্যবধানে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় তাদের।

কোয়ার্টার ফাইনালে পর্তুগাল-বেলজিয়ামের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে মিউনিখে আগামী শুক্রবার খেলবে ইতালি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST