বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা মহানগর উত্তরের সাংস্কৃতিক সম্পাদক ডা. শাহনেওয়াজ চৌধুরী পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক মনোনীত হলেন।
Advertisements
গ্রামের মানুষের সেবার মানসে পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালীতে গড়ে তুলেছেন পিতার নামে ‘শাহজাহান জেনারেল হাসপাতাল’।
রাজধানীর ক্যারিয়ারের লোভ সামলে প্রকৃতপক্ষে গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবায় কাজ করে যাচ্ছেন এই চিকিৎসক।
ভিলেজ পলিটিক্সের মতো জটিল বিষয় আর নানা ধরনের বাঁধা অতিক্রম করে সরকারের অনুমোদন নিয়ে পাশাপাশি দুই জেলা পটুয়াখালী ও বরগুনার মধ্যে ২০ শয্যার প্রথম হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন তিনি।
নিজ উপজেলায় নিরলস চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। কোভিড-১৯ পরিস্থিতিতেও ফ্রন্টলাইনার চিকিৎসকদের তালিকায় তার নাম রয়েছে। সম্প্রতি পটুয়াখালী জেলায় ডায়রিয়া মহামারিতে মির্জাগঞ্জ উপজেলার বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোর মধ্যে একমাত্র ‘শাহজাহান জেনারেল হাসপাতাল’-ই ডায়রিয়াসহ অন্যান্য চিকিৎসাসেবায় বিশেষ অবদান রেখেছে।
তৃণমূল পর্যায়ে সততা ও আস্থাশীল বেসরকারি চিকিৎসাসেবা পৌঁছে দেবার স্বপ্ন দেখেন এই চিকিৎসক ও কথাসাহিত্যিক।
সমঝদার পাঠকের জন্য গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলাদেশের পুস্তক প্রকাশনা শিল্পে অবদান রেখে চলছে তার প্রতিষ্ঠিত ‘বইপুস্তক প্রকাশন’ ও শিশুতোষ গ্রন্থের প্রকাশনা সংস্থা ‘খুশবু প্রকাশন’।
আপদমস্তক প্রচারবিমুখ শাহনেওয়াজ চৌধুরী চিকিৎসা পেশার পাশাপাশি একজন লেখক। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে শতাধিক গ্রন্থ।